শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে সেভিল স্কুল এন্ড কলেজ’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাকঃ

দিনাজপুরে সেভিল স্কুল এন্ড কলেজ’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

১৬ নভেম্বর রবিবার সকালে শহরের বালুবাড়িস্থ সেভিল স্কুল এন্ড কলেজ’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর পিয়ার উদ্দিন আহমেদ ও চেয়ারম্যান মো. মতিয়ার রহমান’র সার্বিক পরিচালনায় শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের সমন্বয়ে কেক কাটেন অধ্যক্ষসহ চেয়ারম্যান। এসময় প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মিরাজ স্যারসহ সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ দিনাজপুরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং সেভিল স্কুল এন্ড কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান করার অঙ্গীকার করেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিনাজপুরবাসী ও সকল শিক্ষার্থী-অভিভাবকদের উদযাপন। তিনি আরও বলেন, ২০১৫ সালের মধ্যে সেভিল স্কুল এন্ড কলেজকে দিনাজপুরের মধ্যে একটি অনন্য প্রতিষ্ঠানে রূপ দেয়া হবে। আগামী ২০১৫ সালে অত্র প্রতিষ্ঠানে ১৫’শ শিক্ষার্থীর আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা ক্যাম্পাসসহ ২টি শিফ্টে ক্লাস পরিচালিত হবে। সর্বোপরি তিনি মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে সবার কাছে দোয়া চেয়েছেন।

Spread the love