বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে সেভিল স্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎসবে পুলিশ সুপার রুহুল আমিন

আব্দুর রাজ্জাক : দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেছেন, দেশকে এগিয়ে নিতে সরকারের ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যত প্রজন্মকে আশার আলো জাগিয়েছে। নতুন বছরের প্রথমদিন যেন তাদের স্বরণীয় ভুমিকা পালন করছে। বিদ্যালয়ের উৎসবমুখর পরিবেশ ও অতিসংখ্যক শিক্ষার্থীর কলোরবে অভিভুত হয়ে তিনি আরও বলেন, সেভিল স্কুল দিনাজপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে বেশিদিন সময় নিবে না।

১ জানুয়ারি বৃহস্পতিবার দিনাজপুরে বালুবাড়িস্থ সেভিল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসব উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর পিয়ারউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ্ মোছা. জাহানে-ই গুলশান। উৎসব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেভিল স্কুল এন্ড কলেজ ও এম জেড এম’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মতিয়ার রহমান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কাউন্সিলর ফয়সল হাবিব সুমন। বক্তব্য শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের ৯’শ শিক্ষার্থীর হাতে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে বই উৎসব উদ্বোধন করেন।

Spread the love