শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত

জিন্নাত হোসেন॥ দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুুদুল অলম বলেছেন, স্কাউট ছেলে-মেয়েদেরকে সু-শৃঙ্খলভাবে জীবন যাপন করতে অভ্যস্ত করে তুলে। যারা স্কাউটিং করে তাদের জীবনে কোন অশৃঙ্খলতা স্পর্শ করতে পারে না। ছেলে-মেয়েরে প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে স্কাউট। স্কাউট করার মাধ্যমে ছেলে-মেয়েরা নিজেদের প্রতিভার বিকাশ ঘটিয়ে অভিভাবককের মুখ উজ্জ্বল করতে পারে।

২২ ফেব্রুয়ারী শনিবার দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের কাঞ্চন মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস্ দিনাজপুর জেলা, সদর উপজেলা ও জেলা রোভার এর আয়োজনে মুজিব শতবর্ষে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল’র ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম একথা বলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সানিউল ফেরদৌস, সদর উপজেলা পরিষরে নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, বাংলাদেশ স্কাউটস্ দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, জেলা রোভারের কোষাধ্যক্ষ মোঃ মোজাহার আলী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা কমিশনার মোঃ মাতলুবুল মামুন। জেলা স্কাউট লিডার মোঃ মসিহুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, জেলা সম্পাদক মোঃ আনিসুজ্জামান মিলন, উপজেলা সম্পাদক হীরন্ময় দত্ত, সহকারী কমিশনার একেএম ফজলুর রহমান, সহকারী কমিশনার মোঃ জালাল উদ্দিন প্রমুখ। আলোচনা সভার পূর্বে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল’র ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ করে।

Spread the love