মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে স্বনামধন্য এ্যাপটাচ পলিটেকনিক ইনষ্টিটিউটে ৩ লক্ষ টাকার দুর্ধর্ষ চুরি

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের স্বনামধন্য এ্যাপটাচ পলিটেকনিক ইনষ্টিটিউটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। থানায় অভিযোগ দায়ের।

প্রতিষ্ঠানের পরিচালক তারেক ইবনে নাসিম’র অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২৩ মার্চ রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটায় উক্ত চুরির ঘটনা ঘটে। অভিযোগের বিবরণীতে তিনি উল্লেখ করেছেন যে, শহরের নয়নপুরস্থ এ্যাপটাচ পলিটেকনিক ইনষ্টিটিউট’র মুল ক্যাম্পাসের এ ও বি ভবনের তালা ভেঙ্গে প্রবেশ করে অজ্ঞাতনামা ৩/৪জন চোর। ঘটনার সময় উক্ত ক্যাম্পাসের নাইট গার্ড রমজান আলী ও পিয়ন ইছাহাক আলীকে বেদম মারধর করে হাত বেঁধে তাদের মুখে টেপ লাগিয়ে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। অজ্ঞাতনামধারী চোরেরা প্রতিষ্ঠানের বি ভবন থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা মুল্যের ২টি অসিল স্কোপ, ৬০ হাজার টাকা মুল্যের ২টি কম্পিউটার, ৩ হাজার টাকা মুল্যের অফিস ষ্টেশনারী মালামাল এবং এ ভবন থেকে ১৮’শ টাকা মুল্যের ৬টি এনার্জি বাল্ব, ৪ হাজার টাকা মুল্যের পানির পাম্প, ড্রিল মেশিন, ২৮ হাজার টাকা মুল্যের বৈদ্যুতিক কেবল, ৩ হাজার টাকা মুল্যের বাইসাইকেল, ২ হাজার টাকা মুল্যের নোকিয়া মোবাইল ফোনসহ সর্বমোট ৩ লক্ষ টাকার মালামাল চুরি করে বলে অভিযোগকারী জানান। ঘটনাস্থলে চোর কর্তৃক গুরুতর আহত নাইট গার্ড ও পিয়নকে উদ্ধার করে পার্শ্ববতী প্রতিবেশী সহকারী হিসাবরক্ষক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। এ ব্যাপারে তিনি অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলার জন্য কোতয়ালী থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছেন। রিপোর্টটি লেখা পর্যন্ত কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মামলার প্রস্ত্ততি নিচ্ছে বলে জানিয়েছে।

Spread the love