শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে হরতালের পক্ষে-বিপক্ষে আইনজীবীদের মিছিল ও সমাবেশ

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা। মঙ্গলবার সকালে দিনাজপুর আদালত এলাকায় আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

মঙ্গলবার সকাল ১১টায় আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ২০ দলীয় জোটের ডাকা হরতালের বিরুদ্ধে আইনজীবী সমিতির প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমিতি প্রাঙ্গণে এসে শেষ করে। মিছিল শেষে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নেতা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আজিজুল ইসলাম জুগলু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল লতিফ, সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জাহানী, পিপি মো. হামিদুল ইসলাম, পিপি মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসনে ইমাম নয়ন, মো.তহিদুল হক, আইনজীবী সমন্বয় পরিষদ নেতা মাহবুব হাসান লিটন, মো. সলিমুল্লাহ সলিম, মো. আবুল বাশার, ওয়াহেদ আলী নভেল, জেলা জাসদের সভাপতি এ্যাড. মো. ইমামুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. মো. লেয়াকত আলী, ওয়ার্কার্স পার্টির নেতা এ্যাড. মো. মেহেরুল ইসলাম প্রমুখ।

 

বক্তারা হরতালের নামে মানুষ পুড়িয়ে মারার নিন্দা জানিয়ে বলেন, বিএনপি কোন ইস্যু ছাড়াই অবৈধ হরতাল ডেকে নিরিহ মানুষকে পুড়িয়ে মারছে। যারা পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মারছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। এই অবৈধ ও অনৈতিক হরতাল বন্ধেরও দাবী জানান তারা। মিছিল ও সমাবেশে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রায় শতাধিক আইনজীবী অংশগ্রহন করেন।

 

অপরদিকে সোমবার একই সময়ে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি মো. আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ’র নেতৃত্বে আইনজীবী সমিতির প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আইনজীবী সমিতি প্রাঙ্গণে এসে শেষ করে। পরে সমিতি প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. আব্দুল হালিম, ফোরামের সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুলস্নাহ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা মুসলিম লীগের সভাপতি এ্যাড. আবু আলী চৌধুরী, আইনজীবী ফোরাম নেতা আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক প্রমূখ।

 

সমাবেশে আইনজীবী ফোরাম নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগের ভূল রাজনীতির কারণে আজ অসংখ্য নিরিহ মানুষ মরছে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার সাথে আলোচনার মাধ্যমে বর্তমান সংকট নিরসনের দাবী জানান নেতৃবৃন্দ।

 

মিছিল ও সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. মো. আনিসুর রহমান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. একরামুল আমিন, সিনিয়র আইনজীবী আলহাজ্ব মো. খয়রাত আলী, জেলা আইনজীবী ফোরামের সহ-সভাপতি মো. মইনুল ইসলাম, মো. আসির উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম খোকন, মো. রাশেদুল ইসলাম মানিক, কোষাধ্যক্ষ এমাম আলী, প্রচার সম্পাদক মো. আব্দুল বাকী, সহ-প্রচার সম্পাদক বরকত আলী শাহ, দপ্তর সম্পাদক মো. রইস উদ্দীন, সহ-দপ্তর সম্পাদক এ্যাড. মোঃ তারিকুল ইসলাম (তারেক), আইনজীবী জেলা মুসলিম লীগের সাধারণ সম্পাদক মো. আমিন উদ্দীন, আইনজীবী ফোরাম নেতা মো. আতাউর রহমান, গোলাম ফারুক, মো. মশিউর রহমান, একেএম মনসুর রহমান, আসলাম হোসেন মন্ডল, মো. সাইফুল ইসলাম, মো. নিয়ামুল হক চৌধুরী, মো. আইনুল হক, তোফায়েল আহমেদ বকুল, মো. সুলতান, মো. আজেদুর রহমান, আনোয়ারল ইসলাম সরকার মানিক, মো. সিরাজুস সালেকিন, মো. নজরুল ইসলাম-৫, ওমর ফারুক-২. মো. সৈকত, ইউসুফ আলী, মো. রেজাউল ইসলাম, জামাল উদ্দীনসহ প্রায় শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।

Spread the love