বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে হরতালে বাস ভাংচুর

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জামায়াতে ডাকে নিরুত্তাপ হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে সোমবার দুপুরে শহরের বালুবাড়ী এলাকায় একটি বাস ভাংচুর করেছে জামায়াত-শিবিরের কর্মীরা।

দিনাজপুরে জামায়াতের ডাকা হরতালে কোন প্রভাব পড়েনি। শুধুমাত্র দুরপাল্লার যাত্রীবাহী বাস-কোচ ছাড়া অন্যান্য সবধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দোকান-পাট ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রয়েছে।

এদিকে নিরত্তাপ হরতাল চলাকালে শহরের বালুবাড়ী এলাকায় রাস্তার পাশে রাখা একটি যাত্রীবাহী বাস ভাংচুর করেছে জামায়াত-শিবিরের কর্মীরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের কান্তজিউ রাস মেলা ও পূজা উপলক্ষে জেলার কাহারোল-বীরগঞ্জ ও সদর উপজেলাকে হরতালের আওতামুক্ত ঘোষণা করেছে স্থানীয় জামায়াত। সোমবার বিকেল পৌনে ৪টায় সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দিনাজপুর জেলা জামায়াতের আমীর মোঃ আনোয়ারুল ইসলাম ও সেক্রেটারী এ্যাড. মাহবুবুর রহমান ভূট্টো একযুক্ত বিবৃতিতে এ ঘোষণা দেন।

Spread the love