শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা আদায়

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পচা-বাসি, নোংড়া পরিবেশে জেলাপি ও মিষ্টি তৈরী করায় শহরের মিষ্টির দোকান পাবনা সুইটকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ১২ টার দিকে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ মোকাররম হোসেন’র নেতৃত্বে শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সবচেয়ে বড় মিষ্টির দোকান পাবনা সুইটে মিষ্টিতে মশা-মাছি, পোকা-মাকড় পড়ে থাকা ও জেলাপি তৈরীর সময় কারিগররা নোংড়া অবস্থায় ও নোংড়া পরিবেশে তৈরী করায় এই জরিমানা করা হয়। এ ছাড়াও ভ্রাম্যমান আদালত শহরের সফি হোটেলে পচা-বাসি ও নোংড়া খাবার পরিবেশন করায় ৫ হাজার টাকা জরিমানা করে। তবে সফি হোটেল তাৎক্ষনিক জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় ম্যানাজারকে আটক করা হয়।

Spread the love