শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ১৩ উপজেলায় করোনা সচেতনতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপকরণ বিতরণ

ইউসুফ আলী ॥ করোনা ভাইরাস থেকে সচেতনতায় দিনাজপুরের ১৩টি উপজেলায় উপকরণ বিতরণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২৪ মার্চ মঙ্গলবার শহরের চাউলিয়াপট্টিস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ১৩টি উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলীগণের হাতে করোনা সচেতনতায় এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে পচা ও ডেটোল সাবান, ব্লিচিং পাউডার, জনগণের মাঝে করোনা সচেতনতায় লিফলেট ও পোস্টার। ওইসব উপকরণ ১৩টি উপজেলার ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হবে। এছাড়াও করোনা সচেতনতায়  ১৩টি উপজেলায় মাইকিং অব্যাহত রয়েছে। অপরদিকে দিনাজপুর সদরের ৫টি স্থানে ও ১২টি উপজেলায় জনসাধারনের জন্য হাত ধোঁয়ার পানি, সাবান ও বেসিনের কার্যক্রম চলমান রয়েছে। এসময় উপস্থিত ছিলেন উক্ত দপ্তরের উপ সহকারী প্রকৌশলী (প্রাক্কলনিক) সুজয় কর্মকার সহ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Spread the love