শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলার সমাপনী

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর ট্যাকসেস বার এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মোজাম্মেল মন্ডল বলেছেন, আয়কর হচ্ছে দেশের সার্বিক উন্নয়নের মুল চাবিকাঠি। সরকার প্রয়োজনীয় কর আদায়ের মাধ্যমে দেশের উন্নয়ন করছে। কর প্রদানের ক্ষেত্রে এবং গ্রহণের ক্ষেত্রে আন্তরিক পরিবেশ গড়ে তুলতে হবে। কর প্রদান ভীতি সাধারণ মানুষের মনে যেন না থাকে তার জন্য ব্যাপক সচেতনতা বাড়াতে হবে।

গতকাল রোববার ‘‘আয়কর প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি’’ এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ দিন ব্যাপী নিমনগর বালুবাড়ী উপকর কমিশনারের কার্যালয় প্রাঙ্গনে উপকর কমিশনার কার্যালয়ে দিনাজপুর আয়োজত আয়কর মেলা-২০১৪ এর সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দিনাজপুর কর অঞ্চল-রংপুর সহকারী কর কমিশনার মোঃ ফিরোজ আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ট্যাকসেস বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নকিবুল হক খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দিনাজপুর ট্যাকসেস বার এ্যাসোসিয়েশনের বিশিষ্ট আইনজীবী সুব্রত মজুমদার ডলার ও দিনাজপুর সোনালী ব্যাংক লিঃ কর্পোরেট শাখার এজিএম একরামুল হক। স্বাগত বক্তব্য রাখেন কর পরিদর্শক মোঃ এহেসানুল হক। সভাপতির বক্তব্যে বক্তব্য রাখতে গিয়ে সহকারী কর কমিশনার মোঃ ফিরোজ আলম বলেন, দিনাজপুরে ৪ দিন ব্যাপী আয়কর মেলায় সেবা গ্রহণকারী করদাতার সংখ্যা হল ২ হাজার ৬ জন, প্রাপ্ত রিটার্নের সংখ্যা হলো ৭৬০টি, আদায়কৃত আয়করের পরিমাণ ৪২ লাখ ২৮ হাজার ৯৮৫ টাকা, নতুন ইটিআইএন গ্রহনকারীর সংখ্যা ৪১ জন এবং ইটিআইএন রি-রেজিষ্ট্রার গ্রহণকারীর সংখ্যা ২৪ জন। তিনি আরও বলেন ৪ দিন ব্যাপী আয়কর মেলার সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

Spread the love