শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ৬ষ্ট শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুন, সুভবুদ্ধি-বোধসম্পন্ন মানুষের কাছে অনন্য ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতিক হয়ে বাংলাদেশে বিস্তৃর্ণ জনপদে শেখ রাসেল আজ এক মানবিক সত্ত্বায় পরিণত হয়েছেন। মানবিক চেতনা সম্পন্ন মানুষ শেখ রাসেলের বিয়োগ-বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশুর-কিশোরের মুখে হাসি ফোটাতে প্রতিশ্রুতিবদ্ধ।

গতকাল রোববার দিনাজপুর বড় ময়দানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র পৃষ্টপোষকতায় জেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত ৬ষ্ট শেখ রাসেল স্মৃতি ক্রিককেট টুর্ণামেন্ট-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী একথা বলেন। টুর্ণামেন্ট কমিটির আহবায়ক আবু ইবনে রজব এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসন্ন দিনাজপুর সদর উপজেলার পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলি চৌধুরী। টুর্ণামেন্টে ৭টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন প্রচেষ্ঠা ক্রিকেট কোচিং  সেন্টার বনাম সৈয়দপুর ক্রিকেট ক্লাব। টুর্ণামেন্টে অংশগ্রহনকারী দলগুলি হল – প্রচেষ্ঠা ক্রিকেট কোচিং সেন্টার দিনাজপুর, সৈয়দপুর ক্রিকেট ক্লাব নীলফামারী, ক্লেমন ক্রিকেট একাডেমী দিনাজপুর, ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমী ঠাকুরগাঁও, ইয়াং ব্রাদার্স বাহাদুর বাজার দিনাজপুর, স্পোর্টস গার্ডেন পাবনা এবং বাংলা ট্রেক ক্রিকেট একাডেমী রাজশাহী।

Spread the love