শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর আস্করপুর ইউনিয়নের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জিন্নাত হোসেন, দিনাজপুর ॥ দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল পিএসসি, জেএসসি-২০১৯ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

২৯ অক্টোবর মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল পিএসসি, জেএসসি-২০১৯ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া। এসময় উপস্থিত ছিলেন খানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকসেদুল হক, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন বাবু, তাজপুর বালিকা দাখিল মাদ্রাসা’র মোঃ জয়নাল আবেদীন, নতুনকুড়ি কিন্ডার গার্টেনের মোঃ আমজাদ আলী, ফুলকুড়ি কিন্ডার গার্টেনের মোঃ কামরুজ্জামান, ফুলপুর উচ্চ বিদ্যালয়ের মোঃ রশিদুল ইসলাম, খানপুর বাজার দাখিল মাদ্রাসার মোঃ আজগার আলী, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আব্দুল মতিন মন্ডল, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিল্লুর রহমান, কুসুম্বী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোঃ রায়হান আলী, গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আব্দুল লতিফ, সুন্দরা উচ্চ বিদ্যালয়ের মোঃ কামরুজ্জামান, মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছাঃ মর্জিনা আক্তার, সরস্বতীপুর সরকারি প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ। অনুষ্ঠানের শুরুতেই এবারের পিএসসি ও সমমানের এবং জেএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ৯নং আস্কোরপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮শত  ২০ জন শিক্ষার্থী এবারের পিএসসি ও জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Spread the love