শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর ইকবাল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর ইকবাল হাই স্কুল এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১৪ জানুয়ারী) স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম নবী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল হক, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মো. সোহেল রানা প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইকবাল হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিমা সুলতানা।
প্রধান অতিথি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক বলেন, খেলাধুলা মানুষের সুস্থ মননশীলতা ও মনবিকাশ গড়তে সাহায্য করে। খেলাধুলা মানুষের মনকে সর্বদা প্রফুল রাখে। এর মাধ্যমে যেমন নিজেকে গড়তে সহযোগিতা করে তেমনি দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ করে দেয়। এ কারণে সকল অভিভাবকে তাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করাতে হবে।
আলোচনা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Spread the love