মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ লিটন হোসেন আকাশ ॥ প্রতি বছরের ন্যায় ১৭ই ফেব্রুয়ারী রবিবার দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা সভায় বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ঢাকা এস.ই.এল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইঞ্জিনিয়ার এম এ আউয়াল বলেন, শিক্ষা গুনগতমান গুনি শিক্ষক দ্বারা প্রকাশ পায়। শিক্ষক মন্ডলীর অক্লান্ত প্ররিশ্রমে আজ দিনাজপুর শহরের দুর দুরান্ত থেকেও এ বিদ্যালয়ে সুনাম শুনা যায়। শুধু তাই নয় বিদ্যালয়ের পাশাপাশি শুনা যায় এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথা। আজ পড়াশুনার পাশাপাশি এ বিদ্যায়য়ের অর্জন খেলাধুলাতেও ছড়িয়ে পড়েছে।

এ বছরে জেলা থেকে ক্রিকেট,ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ও বিভাগীয় পর্যায়ে রার্নাসআপ হওয়ার গৌরব অর্জন করেছে এই বিদ্যালয়টি। প্রধান অতিথি অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, সন্তান আপানাদের তাই ভালো কিছু করার সুযোগ আপনাদেকের দিতে হবে । অবিলম্বে বাল্য বিবাহ রোধ করতে হবে, এবং সন্তানদের প্রতি যত্নবান হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ মোস্তাফিজুর রহমান দুলাল,বীরমুক্তিযোদ্ধা মোঃ জুয়েল কাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান।

উল্লেখ অনুষ্ঠানের শুরুতে প্রবিত্র কুরআন তেলোয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন ১০ শ্রেণীর ছাত্রী সীমা আক্তার, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ৯ম শ্রেনীর ছাত্রী আয়শা সিদ্দিকার মাতা মৌসুমী  সুলতানা। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এবং পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক সৈয়দ আজমির হোসেন।

Spread the love