শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর উচ্চ বিদ্যালয় ও ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য বিষয়ক হাইজিন কিটবক্স ও ডিকশনারী বিতরণ অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥ রোটারী ক্লাব অব দিনাজপুর’র ব্যবস্থাপনায় ও রোটারী ক্লাব অব ঢাকা ওয়ান’র আয়োজনে দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০০ টি স্বাস্থ্য বিষয়ক হাইজিন কিটবক্স ও ১০০০টি ডিকশনারী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।  ১৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়সাল হাসানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য বিষয়ক হাইজিন কিটবক্স ও ডিকশনারী তুলে দেন প্রধান অতিথি প্রয়াত সাবেক ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর সহধর্মীনী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র মাতা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রমিজা রৌফ চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম শামীম আজাদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আমিনুল ফেরদৌস দুলাল, সদস্য মোঃ জুলফিকার আলী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিয়াজুল ইসলাম, রোটারী ক্লাব অব ঢাকা ওয়ান’র সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ শফিকুল ইসলাম বাদল, প্রজেক্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান মাহাবুবুর রহমান, রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮১’র এ্যাসিস্টেন্ট গভর্ণর রোটারী ক্লাব অব দিনাজপুরের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান রনজিৎ কুমার সিংহ প্রমুখ। অপরদিকে দুপুর ১টায় দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য বিষয়ক হাইজিন কিটবক্স ও ডিকশনারী শিক্ষার্থীদের হাতে তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আরিফুর রহমান, সেক্রেটারী রোটারিয়ান সৈয়দ মোঃ আব্দুস সাত্তার, রোটার‌্যাক্ট ক্লাব অব হাবিপ্রবি’র আইপিপি সেলিম রেজাসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

Spread the love