শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর উচ্চ বিদ্যালয় বন্ধু পরিষদের প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৫ সালের এসএসসি ব্যাচ বন্ধু পরিষদ আয়োজিত আনোয়ার স্যার একাদশ বনাম ওসমান স্যার একাদশ প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট বড়ময়দানে অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি ও শরীর চর্চা শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম, আশরাফুল আলম, মোঃ আজাহার আলী, তৈমুর হোসেন, রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আনোয়ার স্যার একাদশের পক্ষে সহকারী শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম ও ওসমান স্যার একাদশের পক্ষে সহকারী শিক্ষক মোঃ ওসমান আলী। খেলা পরিচালনা করেন আম্পায়ার আরিফুল আলম পল্লব ও মোঃ মুরাদ। আনোয়ার একাদশ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহণ করে  বাপ্পী, রনি, জনি, আরিফ, দত্ত, সোহেল, ওমর, সৃজন, সৌরভ, সোহাগ, ইমু, শরিফুল, আরজু, আসাদুজ্জামান, সিফাত, ইভান ও আনোয়ার। ওসমান স্যারের টুর্ণামেন্টে অংশ নেয় রুপম, কালাম, আমিনুল, সাইকি, সুজন, খায়সল, রকি, সৈয়দ, ইমরান, কামরুজ্জামান, ববিন, টনি, ইমান হক। প্রধান শিক্ষক নেজামুল ইসলাম বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধূলা, শরীর মনকে সুস্থ্য রাখে। মেধার বৃদ্ধি হয় এবং বিকাশ ঘটে। তাই প্রতিটি শিক্ষার্থীকে খেলায় ধুলায় সম্পৃক্ত করতে হবে। খেলায় আনোয়ার স্যার একাদশ চ্যাম্পিয়ন হয় এবং ওসমান স্যার একাদশ রানার্স আপ হয়। খেলা শেখে দিনাজপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন খেলোয়াড়দের ফুল দিয়ে উৎসাহিত করেন।

Spread the love