শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর উপশহরে মিস্ত্রিপাড়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী, বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

মোঃ লিটন হোসেন আকাশ ॥ ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। আমরা পেয়েছি স্বাধীনতা আর লাল সবুজ পতাকা। বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করেছে এ দেশের দামাল ছেলেরা। এ যুদ্ধ ছিলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য, মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য। আজ বাংলাদেশ স্বাধীন। তাই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব বীর শহীদদের যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছে। ২৪ জানুয়ারী শুক্রবার উপশহর মিস্ত্রিপাড়ায়  মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী, বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতি অনুষ্ঠানে মিস্ত্রিপাড়া উন্নয়ন সংঘ’র সভাপতি মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্ত্যবে দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল উপরোক্ত কথাগুলো বলেন, তিনি আরো বলেন, খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে দূরে রাখতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি বেশি বেশি মনোযোগ দিতে হবে এবং খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। তিনি আরো বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি শিশু-কিশোরের জন্যই খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন। তাছাড়া খেলাধুলার মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে।বাংলাদেশের হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যারা আজ ত্রীড়াঙ্গন মাতাচ্ছে তারা প্রায় সকলেই গ্রামের ছেলে। তাই আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। বক্তব্য শেষে বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও ক্রীড়া প্রতিযোগীতার বীজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এসময় উপস্থিত ছিলেন  দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ দবিরুল ইসলাম, মিস্ত্রিপাড়া মহল্লা আওয়ামীলীগের সভাপতি মোঃ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সিরাজুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পুরস্কার বিতরণী শেষে দিনাজপুরের জনপ্রিয় ব্যান্ড মার্শাল ও বিভিন্ন জেলা থেকে আগত ড্যান্স ক্লাবের পরিবেশনায় সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Spread the love