শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর এক্সট্রা মহরার এসোসিয়েশনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি ॥ অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষ্যে বাংলাদেশ এক্সট্রা মহরার এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষ্যে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বাংলাদেশ এক্সট্রা মহরার এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আবু তাহের এর সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের সাধারন সম্পাদক তাজমুন নাহার ছন্দার বলেন, একুশে ফেব্র“য়ারী আমাদের জীবনে এক অসীম তাৎপর্যপূর্ণ ঘটনা। যা আমাদের সার্বিক জাগরণের উৎসবমুখও। একুশের চেতনা কখনও প্রত্যক্ষ, কখনো পরক্ষভাবে অনুপ্রেরণার সঞ্চারী হিসেবে অন্তরে অনির্বান শিখা হয়ে জ্বলে। আমাদের কাছে একুশের অর্থ হচ্ছে বাংলা ভাষার অহংকারের নাম।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মোঃ রুবেল, মোছাঃ লুনা, শ্রী রনজিত, মোছাঃ নার্গিস, মোঃ বাবু, মোঃ মিনহাজুল প্রমুখ।

Spread the love