শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর ‘‘এ’’ ক্যাপসুল ক্যাম্পাইনে আনসার ও ভিডিপি সদস্যদের অগ্রণী ভূমিকা পালন।

গণ-সংযোগ সহকারী  ০ ৫ এপ্রিল দিনাজপুর আনসার ও ভিডিপি’র পক্ষ হতে ৫ বছরের কম বয়সের শিশুদের ভিটামিন ‘‘এ’’ ক্যাপসুল খাওয়ানোর সহযোগীতা করে অগ্রণী ভূমিকা পালন করে। ভিটামিন ‘‘এ’’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচীতে দিনাজপুর ১৩ উপজেলার আনাসার ও ভিডিপি’র ইউনিয়ন দলনেতা- দলনেত্রী, গ্রাম দলনেতা-দলনেত্রী, আনসার ও ভিডিপি’র সদস্য-সদস্যারা সংগঠনের নির্দেশনা  মতাবেক জাতীয় ভিটামিন ‘‘এ’’ ক্যাপসুল ৫ বছরের কম বয়সের শিশুদের খাওয়ানোর জন্য নিজের সমত্মান সহ ও নিজ নিজ এলাকার শিশুদের টিকা কেন্দ্রে পৌছানোর কর্মকান্ড স্বেচ্ছায় পরিচালনা করেন। গ্রামের কোন কোন আনসার ও ভিডিপি ক্লাবকে  টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। উপ-পরিচলাক ও জেলা কমান্ড্যান্টসহ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ টিকা কেন্দ্র পরিদর্শন করে, আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের কর্মকান্ড তত্বাবধন করেন। উলেস্নখ্য এক মাস পূর্ব হতেই এ টিকা দিবস সফল করার জন্য আনসার/ভিডিপি কার্যালয়, প্রশিক্ষণ কেন্দ্র, ক্লাব/সিমিতি, সেমিনারে জাতীয় ভিটামিন ‘‘এ’’ ক্যাপসুল খাওয়ানো দিবস পালনে উদ্বুদ্ধ করণ কার্যক্রম সম্পন্ন হয়।

Spread the love