শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর কওমী মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে ২দিনব্যাপী মুহতামিম প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর কওমী মাদরাসা ঐক্য পরিষদ এর উদ্যোগে ২দিনব্যাপী মুহতামিম প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

২১ এপ্রিল শনিবার দিনাজপুর শহরের মিশন রোড ওয়াপদা জামে মসজিদ আল হেরা নূরানী মাদরাসায় দিনাজপুর কওমী মাদরাসা ঐক্য পরিষদ এর সভাপতি হাফেজ মাওঃ রেজাউল করিম এর সভাপতিত্বে শনিবার বাদ ফজর হতে রবিকাল সকাল ৯ ঘটিকা পর্যন্ত কওমী মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য, লক্ষ্য কর্মসূচী ও পরিচালনা পদ্ধতি। এয়ানত আদায় কেশী ও হিসাব সংরক্ষন পদ্ধতি। ছাত্র/ছাত্রীদের তরবিয়ত ও ইসলাম পদ্ধতি। কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র/ছাত্রীদের মাঝে সমন্বয় সাধন পদ্ধতির বিষয় সমূহে প্রশিক্ষন প্রদান করেন বাংলাদেশ রেফাকুল মাদারিসিল আরাবিয়া’র তালিম ও তরবিয়ত বিভাগের পরিচালক মুফতি এনামুল হক জালালাবাদী দা.বা.। প্রশিক্ষন কর্মশালা পরিচালনা করেন দিনাজপুর কওমী মাদরাসা ঐক্য পরিষদ এর মহাসচিব মাওলানা জোবায়ের সাঈদ। ২দিনব্যাপী মুহতামিম প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠান রোববার স্থানীয় লোকভবনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র প্রদান করবেন বাংলাদেশ রেফাকুল মাদারিসিল আরাবিয়া’র মহাসচিব পীরে কামেল হযরতুল আল্লাম শাইখুল হাদীস আব্দুল কুদ্দুস দা.বা.।

Spread the love