শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজে ব্যতিক্রমী ফলমেলা অনুষ্ঠিত

এসএএম রেজা, দিনাজপুর থেকে : দিনাজপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজ পাহাড়পুর দিনাজপুর প্রতি বছরের ন্যায় এবারেও গতকাল ১৩ জুন শনিবার ১ দিনের জন্য ফল মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে৷

শহরের পাহাড়পুরস্থ দিনাজপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মোঃ মমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহমেদ, প্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মেলাটি ফলপ্রসু হয়েছে৷ সবার জন্য উন্মুক্ত ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই মেলায় অংশগ্রহণ করেছে৷ এছাড়াও ফল মেলায় ছাত্রছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়৷ মেলায় ১২টি ফলমূল স্টলে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে৷ স্টলে দেশী বিদেশী সব মিলিয়ে বিভিন্ন প্রকার ফল মূলের সমাহার ঘটে৷ ব্যতিক্রমধর্মী এই ফলমেলা দেখতে শিক্ষার্থীরা ছাড়াও শহরের উত্সুক লোকজন মেলাটি উপভোগ করেন৷ একই সঙ্গে এত ফলের সমাহার পূর্বে কখনও দিনাজপুরে ঘটেনি৷ তাই এলাকার লোকজনের মন্তব্য এই ধরণের ফল প্রদর্শনী বার বার করা প্রয়োজন৷ কারণ ফলে হচ্ছে শিশুর মেধা বিকাশের অন্যতম মাধ্যম৷ এ ধরণের মেলা হলে শহরে শিক্ষার্থীদের মধ্যে ও এলাকার লোকজনের মধ্যে ফলের গাছ রোপনের চাহিদা বাড়বে৷ প্রদশিত স্টল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মোঃ আমিনুল ইসলাম বলেন, জানান, এই মেলা থেকে শিশু শিক্ষার্থীরা ফলের পুষ্টিগুণ, ফলের উপকারীতা এবং ফল খাওয়ার উপর যথেস্ট জ্ঞান অর্জন করতে পারবে৷ তিনি উন্মুক্ত ও র্বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবকের আগমনে মেলাটি সুন্দর হওয়ায় স্কুল কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন৷

Spread the love