শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর ক্রিসেন্ট গার্লস্ হাই স্কুলে সচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ এ মাটি নয় ইভটিজিং এর, এ মাটি নয় বাল্য বিয়ের, এ মাটি নয় মাদকের-এ মাটি নয় জঙ্গীবাদের, এ মাটি মানবতার, এ মাটির মানব তত্ত্ব-সবার উপর মানুষ সত্য। দিনাজপুর ক্রিসেন্ট গার্লস হাই স্কুলে ১০ম শ্রেণির ছাত্রী মেঘা ঘোষ ও অষ্টম শ্রেণির ছাত্রী বর্ষা মহন্তের কন্ঠে এই গানের মাধ্যমে শুরু হয় দিনাজপুর ক্রিসেন্ট গার্লস হাই স্কুলে মাদক, জঙ্গীবাদ, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা মূলক মত বিনিময় সভা। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার।

সোমবার দিনাজপুর শহরের কালিতলাস্থ ক্রিসেন্ট গার্লস হাই স্কুলের আয়োজনে মাদক, জঙ্গীবাদ, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা মূলক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার বলেন, বয়ঃসন্ধিকাল ছেলে-মেয়েদের জন্য রঙিন জগৎ। এসময় ছেলে-মেয়েদের মন মেজাজ ওঠা-নামা করে। তারা নিজেদের অনেক কিছুই ভাবেন। তাদের আচার-আচরণে অনেক অভিভাবক বিব্রতবোধ করেন। কাউকে না মানার মনোভাব তাদের মধ্যে প্রচন্ডভাবে জেগে ওঠে। এই বয়সেই ছেলে-মেয়েরা বিপদগামী হয়ে পরে। এই সময়ে ছেলে-মেয়েদের প্রতি যত্নবান হতে হবে প্রত্যেকটি শিক্ষক ও অভিভাবকদের। প্রত্যেক পিতা-মাতাদের খেয়াল রাখতে হবে নিজের সন্তানটি কথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মেলামেশা ও খেলাধুলা করছে। নিজ সন্তানটি বিপদগামী হলে এর চেয়ে কষ্টের অন্য কিছু হতে পারে না। তাই প্রত্যেকটি অভিভাবককে সন্তানের প্রতি যত্নবান হতে হবে। দিনাজপুর ক্রিসেন্ট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন, কোতয়ালী থানার অফিসার তদন্ত মোঃ বজলুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর ক্রিসেন্ট গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক  নুসরাত আফরিন ও নওশিন আহমেদ।

Spread the love