বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর ক্রীড়াঙ্গানে ক্রীড়াঙ্গনে সাফল্যের মূলে হুইপ ইকবালুর রহিম এমপি’র অবদান।

লংকেশ্বর রায়, ঢাকা অফিস : দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশন দিনাজপুর এর পক্ষে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন’’ অর্জিত ৬ষ্ঠ জাতীয় ‘‘স্প্রিট স্কেটিং’’ ও প্রথম ‘‘রোলবল’’ (RollBall) প্রতিযোগিতা অংশ গ্রহণ করে দিনাজপুর পক্ষে স্বর্ণ পদক: ০৭ টি, রৌপ পদক ১১টি, ব্রঞ্জ তাম্র পদক ১৪টি স্থান এবং মহিলা রোল বল এ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এ প্রতিযোগিতায় ৩৬ জন অংশগ্রহণকারীদের মধ্যে ছেলে-২৪জন ও মেয়ে-১২ জন, এরা প্রত্যেকেই দিনাজপুরের স্বনামধন্য স্কুল কলেজের ছাত্র-ছাত্রী। টীম চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তারা হুইপ ইকবালুর রহিম এমপি’র সাথে জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে স্বাক্ষাত করতে আসেন। এ সময় স্কেটিংয়ে উন্নতির জন্য কম পক্ষে আরো আট জোড়া স্কেটিং প্রদানের আশ্বাস প্রদান করেন যার আনুমানিক মুল্য তিন লক্ষ টাকা। নতুন স্কেটিং পেলে আরও পদক এনে দিবে বলে তাঁরা প্রতিশ্রুতি প্রদান করেন। এ সাফল্যের পিছনে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে জেলা প্রশাসক জনাব আহম্মেদ শামীম আল রাজী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত্র মজুমদার ডলার, জাতীয় প্রশিক্ষক জনাব সহিদুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদ জনাব মিজানুর রহমান পাটোয়ারী (বাবু), জনাব নূরুন ইসলাম, স্কেটিং প্রশিক্ষক জনাব মুহাম্মদ জাহাঙ্গীর আলম (রোল বল প্রশিক্ষক) সহ অনান্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

হুইপ ইকবালুর রহিম এমপি তাঁদের এই অসামান্য সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং স্কেটিং এর সফলতা অব্যাহত রাখার জন্য কোচ, জেলা ক্রীড়া সংস্থাকে নিয়মিত প্রশিক্ষনের ব্যবস্থা করার অনুরোধ করেন। স্কেটিং এর সাফল্য ধরে রাখার জন্য তিনি এবং তাঁর সরকার সব ধরণের সহযোগিতা প্রদান করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Spread the love