শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর ঘোড়াঘাটের জিয়াউর রহমান মুরগীর ফার্ম করে আজ প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী

মোঃ ফতেখার আহমেদ খান বাবু :

দিনাজপুরের ঘোড়াঘাটের জিয়াউর রহমান মুরগীর ফার্ম করে আজ প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী হিসাবে সমাজে সুপরিচিতি অর্জন করেছেন। জানা যায় ঘোড়াঘাট উপজেলার পুড়ইল মোল্লাভাগ গ্রামের মোঃ আরশেদ আলীর বড় ছেলে মোঃ জিয়াউর রহমান প্রথমে ১ হাজার মুরগীর সেড তৈরী করে নিজের ব্যবসার শুরু করেন। এভাবে দীর্ঘ ৮ বছরের মধ্যে আজ জিয়াউর রহমানের মুরগী সেডের সংখ্যা ১টির জায়গায় হয়েছে ৪টি ধারণ ক্ষমতা যেখানে ছিল ১ হাজার আজ সেখানে ২০ হাজার মুরগীর লালন-পালন করা হচ্ছে। মুরগী খামারের মাধ্যমে আজ জিয়াউর রহমান সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুপরিচিতি লাভ করেছে। তিনি বলেন, আমার বাবার কাছ থেকে ১০ হাজার নিয়ে গত ৮ বছর পূর্বে আমি এই ব্যবসা শুরু করেছিলাম। আল্লাহর রহমতে,বাবা-মা ও সকলের দোয়া আজ আমার ভাগ্যের পরিবর্তন এই মুরগীর লালন-পালনের মাধ্যমে হয়েছে। আমি আসা করি, আমাদের বাংলাদেশের বেকার যুবকেরা যদি মুরগীর ফর্ম, মাছচাষ, গরুর খামার ইত্যাদি ব্যবসা মনদিয়ে ভাল ভাবে করে, তাহলে বেকারত্ব দূর করতে এসমস্ত স্বল্প পুঁজির ব্যবসা বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তার বাস্তব উদাহরণ হিসাবে আমি জিয়াউর রহমান ও আমার কার্যক্রম আপনাদের সম্মূখে বিদ্যমান। তিনি আরো বলেন, এই ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়ার পিছনের আমার পরিবারে সকল সদস্য ও আমার ছোট তিন ভাই সকল কাজ কর্মে শ্রম দিয়ে আমার পাশ্বে থেকেছে বলে আমার ব্যবসায় আমি সাফল্য হয়েছি।

 

Spread the love