বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর চেম্বারের নির্বাচনে রফিকুল ইসলাম সমর্থিত মোছাদ্দেক-আনোয়ারুল-লিয়ন প্যানেলের মনোনয়নপত্র দাখিল

Chamber Rofiqulজিন্নাত হোসেন দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-২০১৪-২০১৬ দ্বি-বার্ষিক মেয়াদী (২৪ মার্স)  নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেম্বারের বর্তমান সভাপতি মোঃ রফিকুল ইসলাম সমর্থিত মোছাদ্দেক-আনোয়ারুল-লিয়ন প্যানেল মনোনয়নপত্র দাখিল করেছেন।

৫ জুন বৃহস্পতিবার চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাড. আশফাক আহম্মদ, নির্বাচন বোর্ডের সদস্য গোলাম নবী দুলাল ও অশোক কুমার কুন্ডু’র  নিকট চেম্বারের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সমর্থিত মোছাদ্দেক-আনোয়ারুল-লিয়ন প্যানেল মনোনয়নপত্র দাখিল করেছেন।

রফিকুল ইসলাম সমর্থিত মোছাদ্দেক-আনোয়ারুল-লিয়ন প্যানেলের প্রার্থীরা হলেন মোঃ মোছাদ্দেক হুসেন, মোঃ আনোয়ারুল ইসলাম, সারওয়ার আসফাক আহমেদ লিয়ন, মোঃ সিদ্দিক গজনবী, আলহাজ্ব গোলাম হামিদুর রহমান, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, প্রতাপ কুমার সাহা পানু, মোঃ শামীম কবির, উদ্দীপ ভৌমিক, আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, আলহাজ্ব সৈয়দ সাগির আহমেদ, সৈয়দ মোঃ মাইনুল ইসলাম, রাহবার কবীর পিয়াল, মোঃ মোস্তফা কামাল মিলন, শাহিদ রিয়াজ পিম, মোঃ মাজেদুর রহমান দুলাল, মোঃ জহির খান, মোঃ সাদেকুল ইসলাম এবং মোঃ হারুন-উর-রশিদ খান।

উল্লেখ্য আগামী ৫ জুলাই দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ ১৯টি পদ, গ্রম্নপ এসোসিয়েট ও সহযোগি সদস্য পদে ১জন করে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলায় মোট ১১২১ জন ব্যবসায়ী ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে এ্যাডভোকেট আশফাক আহমেদ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান, সদস্য হিসেবে হিসেবে দায়িত্ব পালন করবেন গোলাম নবী দুলাল ও অশোক কমার কুন্ডু।

Spread the love