বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর জেলায় ১৫ জন করোনায় আক্রান্ত আর ০৪ জন সুস্থ

রাজু বিশ্বাস॥ গতকাল বিকাল ৪টায় সিভিল সার্জন মোঃ আব্দুল কুদ্দুছ অফিসের তথ্য অনুসারে ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় মোট ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে  দিনাজপুর সদরে ০৯ জন, বিরলে ০১ জন, কাহারোলে ০১ জন ও পার্বতীপুর উপজেলায় ০৪ জন করোনা পজিটিভ হয়েছে।

দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮২৬ জন এর মধ্যে (দিনাজপুর সদর-২৫৩৮ জন, বিরল-২৯৫ জন, বিরামপুর-৩২৩ জন, বীরগঞ্জ-১৫০ জন, বোঁচাগঞ্জ-১৪১ জন, চিরিরবন্দর-২০৮ জন, ফুলবাড়ী-১৭৫ জন, ঘোড়াঘাট-৮৮ জন, হাকিমপুর-৮৬ জন, কাহারোল-১৬৫ জন, খানাসামা- ১১৩ জন, নবাবগঞ্জ-১৩৭ জন ও পার্বতীপুর-৪০৭ জন) মোট ১৩টি উপজেলায়।

আরও গত ২৪ ঘন্টায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত ০৪ জন রোগী সুস্থ হয়েছে। 

অদ্যাবধি দিনাজপুর জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৪৬৪৩ জন।

অদ্যাবধি দিনাজপুরে (কোভিড-১৯) আক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা ১০১ জন।

বর্তমানে ৬৮ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে ভর্তি ১৪ জন রয়েছে।

গত ২৪ ঘন্টায় দিনাজপুর থেকে প্রেরিত নমুনা সংগ্রহ ১৪৩টি।

গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসি আর টি ল্যাবের নমুনা পরীক্ষায় ১১৬টি রিপোর্টের মধ্যে ১৫টি রিপোর্ট করোনা (কোভিড-১৯) পজিটিভ আর বাকী ১০১টি রিপোর্ট নেগেটিভ হয়েছে এবং অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ৩৬২৬৪টি আর অদ্যাবধি মোট নমুনার ফলাফল হয়েছে ৩৩৬৬৯টি। ২৪ ঘন্টায় কোয়ারেনটাইম এর সংখ্যা ৫৬ জন। আর মোট কোয়ারেন্টাইন গ্রহন করেছে ৩০১২৫ জন ।

২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র ২০ জন, মোট কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র ২৯৯৭৭ জন।

বর্তমানে দিনাজপুর জেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৮২ জন।

Spread the love