শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের উদ্যোগে ট্রেনিং প্রাপ্ত বয়লার অপারেটরদের মাঝে সনদপত্র বিতরণ

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের উদ্যোগে ট্রেনিং প্রাপ্ত বয়লার অপারেটরদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এবং বয়লার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. দিলীপ কুমার শর্মা।
৬ জানুয়ারী শনিবার দিনাজপুর ষ্টেশন ক্লাব প্রাঙ্গণে দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের উদ্যোগে বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এবং বয়লার অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয় ঢাকা’র বাস্তবায়নে ট্রেনিং প্রাপ্ত বয়লার অপারেটরদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, বয়লার অধিদপ্তরের প্রধান বয়লার পরিদর্শক মোহাম্মদ আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিম সুপার (ডিএসবি) মোহাঃ কাজেম উদ্দিন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম ও বিটাক এর পরিচালক ড. মোঃ জালাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, চাউল কল মালিক গ্রুপের সাবেক সভাপতি সারওয়ার আশফাক আহম্মেদ লিয়ন, বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সহ-সভাপতি শহিদুর রহমান পাটোয়ারী মোহন ও বয়লার অপারেটর মোঃ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুজা-উর-রব চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন চাউল কল মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোঃ সামিউল আলম। আলোচনা সভা শেষে প্রশিক্ষনার্থী ১৪৫ জন বয়লার অপারেটরদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

Spread the love