শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

মো. নুর ইসলাম, দিনাজপুর ঃ- দিনাজপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শত শত হিন্দু ভক্তবৃন্দের অংশ গ্রহণে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে পালন করা হয়েছে।
২৩ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় হতে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা রেব হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. জাকিয়া তাবাসসুম জুই। জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দিনাজপুর এর সহকারী পরিচালক মো. মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জয়নুল আবেদীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।

Spread the love