শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে আগরওয়ালা সভাপতি পিম সাধারণ সম্পাদক নির্বাচিত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বি-বার্ষিক (২০১৮-২০২০) নির্বাচনে আগরওয়ালা-পিম পরিষদের পূর্ণ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে শুক্রবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আগরওয়ালা-পিম প্যানেল মনোনয়নপত্র দাখিল করে। ১৯টি পদের বিপরিতে ওই প্যানেল ছাড়া অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচনী বোর্ড আগরওয়ালা-পিম পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
নির্বাচিতরা হলেন-সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন, মো. মঞ্জরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহেদ রিয়াজ চৌধুরী পিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম রব্বানী, দপ্তর সম্পাদক আহম্মদ শাহ, যুগ্ম দপ্তর সম্পাদক মো. আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক কাজী মামুনুর রশীদ কচি, কোষাধ্যক্ষ শ্রী সুবল ঘোষ, সড়ক সম্পাদক মো. সাদেক আলী, সহ-সড়ক সম্পাদক এএফএম আশিকুর রহমান চৌধুরী, আভ্যন্তরীন হিসাব নিরীক্ষক অজয় কুমার আগরওয়ালা, যুগ্ম আভ্যন্তরীন হিসাব নিরীক্ষক খন্দকার বেলাল হোসেন, সদস্য মো. আরাফাত হোসেন, মো. হাফিজ উদ্দীন, মো. মিজানুর রহমান, মো. শাহজাহান সিরাজ, মো. মিজানুর রহমান মিজান ও মো. শামিম আজাদ।
দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচনের জন্য গঠিত নির্বাচনী বোর্ডের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট আশফাক আহম্মেদ ও নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন  এ্যাডভোকেট ইকবাল রায়হান হোসেল ও এ্যাডভোকেট শামিম বিন গোলাম পার্ল।

Spread the love