শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে দুই দিন ব্যাপী ফ্রি প্রতিবন্ধী ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

Medicleদিনাজপুর প্রতিনিধি : গতকাল রোববার ডাইবেটিক হাসপাতালে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুরের আয়োজনে এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইনার এর সহযোগীতায় দেশ-বিদেশে স্বনামধন্য প্রখ্যাত প্লাষ্টিক সার্জন অধ্যাপক ডা. মোঃ সাজ্জাদ খোন্দকার এর তত্ত্বাবধানে সম্পুন্ন বিনা মূল্যে এক দল বিশিষ্ঠ চিকিৎসক বৃন্দের সহযোগীতায় বিনা মূল্যে দুই দিন ব্যাপী ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।  ক্যাম্পোর সার্বিক তত্ত্বাবধানে  ছিলেন সিডিসির ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায় ও সিডিসির ম্যানেজার এসআইএস সুমন ঘোষ। অপারেশন ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায় বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা এবং স্বাস্থ্য পাওয়ার অধিকার রয়েছে। তাদেরকে বোঝা বা আবহেলার দৃষ্টিতে না দেখে তাদের উন্নয়নের অংশীদার এবং মানব সম্পদে রুপান্তর করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব।

Spread the love