শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর নবরূপীর নাটক বাসেত মিয়ার জমি মঞ্চস্থ

N B Jদিনাজপুর প্রতিনিধি : নাটক- বাসেত মিয়ার জমি‘‘গল্পকার, উপন্যাসিক টলস্টয়’’-এর ‘‘How far land a man cam require” গল্পের ছায়া অবলম্বেন নাটক ‘‘বাসেদ মিয়ার জমি’’। মানুষের যা কিছু অর্জন এই পৃথিবীতেই। পরলোকে পাড়ি দেওয়ার সময় সব কিছু এই পৃথিবীতেই রেখে যেতে হয়, এটাই প্রকৃতির নিয়ম। তবুও মানুষ  ছলে-বলে কৌশলে, ন্যায়-অন্যায়ে সম্পদের অধিকার লাভ করতে চায়। অথচ তার সঙ্গে তো কিছুই যাবে না। সব সম্পদ পড়ে থাকে এই পৃথিবীতেই তথাপি মানুষের চাওয়া-পাওয়ার শেষ নেই।- ‘‘এ জগতে হায়, সেই বেশি চায়, কাছে যার ভুরি ভুরি’’। এই হচ্ছে ‘‘বাসেদ মিয়ার জমি’’ নাটকের মূল উপজীব্য বিষয়।

গত শনিবার রাতে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হয় নবরূপী প্রযোজিত নাটক বাসেত মিয়ার জমি। আলতাফ আলী চৌধুরী’র রচনায় এবং শামীম রাজা’র নির্দেশনায় বাসেত মিয়ার জমি নাটকে চরিত্রলিপিতে ছিলেন বাসেদয়া মিয়া- শাওন আহমেদ, নসিম – রানা, কসিম – ফরিদ, অমল – সৈকত, মিলন-পলাশ, তালামনি – শমী, রাজা – বাপ্পী, নায়েব – প্রণব, পেয়াদা- তানভীর, গায়েন- মানিক, গায়ের ছেলে ও বাদক – সম্রাট, মেয়েটি – রিংকি, ঘোষক – আকতারুল, আবহ সঙ্গীত – নজরুল ইসলাম, তবলা- কামাল শরীফুল বাবু,মঞ্চ সজ্জা – মোশারফ ও বিশাল,আলো- ম. মিজু/ বিশাল, রূপ সজ্জা – শামীম রেজা,পোষাক- রুবেল আহমেদ মঞ্চ পরিচালনা – রাজিউদঈন চৌধুরী ডাবি­উ, উপদেষ্টা – আব্দুস সালাম, নাট্য উপদেষ্টা – শাহজাহান শাহ্। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলতাফ আলী চৌধুরী।

Spread the love