শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর পল্লীশ্রীর উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরল উপজেলায় পল্লীশ্রীর সমৃদ্ধি কর্মসূচীর আওতায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে গাইনী ও মেডিসিন বিভাগের প্রায় ৩শত রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

১৫ মার্চ বৃহস্পতিবার দিনাজপুরের বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের দেয়ানজিদীঘি দাখিল মাদ্রাসায় পিকেএসএফ ও পল্লীশ্রীর সহযোগিতায় পল্লীশ্রীর সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বিশেষ স্বাস্থ্য ক্যাম্পে গাইনী বিভাগে রোগীদের চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সিনিয়র কনসালটেন্ট (অবঃ) আয়েশা আক্তার বানু এবং মেডিসিন বিভাগের চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের অফিসার ডাঃ ফরহাদ আহমেদ। স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিণষ্ট সমাজসেবক মোঃ মোকলেস আলী ও অনুষ্ঠান পরিচালনা করেন পল্লীশ্রী’র সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মাহফুজা নাজনীন। বিশেষ চিকিৎসা ক্যাম্পেপ্রায় ৩ শতাধিক রোগীকে ফ্রি ঔষধ ও চিকিৎসাপত্র প্রদান করা হয়।

 

Spread the love