বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর পৌরসভায় ভিজিএফ চাল কম দেয়ার অভিযোগে পৌরসভার স্টোর কিপার বাচ্চু আটক

দিনাজপুর প্রতিনিধি ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ চাল পরিমাণে কম দেয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম দিনাজপুর পৌরসভার স্টোর কিপার মজিবর রহমান বাচ্চুকে আটক করেছে।

শনিবার সকালে ভূক্তভোগী হতদরিদ্র পরিবারের অভিযোগের ভিত্তিতে দিনাজপুর পৌরসভায় অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম। পরিমাপে ২০ কেজির পরিবর্তে ১৮.৬২ কেজি চাল দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানান তিনি।

খবর পেয়ে পৌরসভার ঘটনাস্থলে ছুটে যান দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। এ ব্যাপারে তিনি দোষী ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে অনুরোধ জানান।

এঘটনায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.খায়রুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে দিনাজপুর পৌরসভায় এসে পরিমাপ যন্ত্রে ২০ কেজির পরিবর্তে ১৮.৬২ কেজি চাল দেয়া হচ্ছে। ওজনে চাল কম দেয়ার অভিযোগে তাৎক্ষণিক দিনাজপুর পৌরসভার স্টোর কিপার মজিবর রহমান বাচ্চুকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হচ্ছে বলেও জানান তিনি। দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন।

Spread the love