শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর পৌরসভায় ১৭ হাজার ২৭৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে

Polyoদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শনিবার ১৭ হাজার ২৭৭  শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এবার পৌরসভায় ১৭ হাজার ৭২৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রার ৯৮ ভাগ অর্জন হয়েছে।

শনিবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ১১১টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। ৬ মাস হতে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। সকাল ৮টায় পৌরভবন কেন্দ্রে একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়রের পক্ষে পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল। এ সময় পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এবারে পৌরসভার ১২টি ওয়ার্ডে ৬ মাস হতে ৫ বছর বয়সী ১৭ হাজার ২৭৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ১১১টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এসব কেন্দ্রে ৩৩৩ জন স্বেচ্ছাসেবী কর্মী কাজ করে। এছাড়া ট্রাফিক পুলিশের সহযোগিতায় শহরের প্রবেশ পথে বাস, মিনিবাস, রিক্স, অটো রিক্সা, টেম্পুসহ অন্যান্য যানবাহন থামিয়ে ভ্রাম্যমান শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

Spread the love