শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর প্রেসকাব ও সাংবাদিক ইউনিয়নের ২১র যৌথ আলোচনা সভা বক্তারা ৫২র ভাষা আন্দোলন ছিল ৭১র স্বাধীনতা যুদ্ধের সুতিকাগার

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর ॥ বায়ানো’র ভাষা আন্দোলন ছিল পাকিস্তানের বিরুদ্ধে বাঙালীর প্রথম প্রতিবাদ। সেই আন্দোলন ছিল স্বাধীকার আন্দোলনের সুতিকাগার। মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে সেদিন পাক শাসকের গুলিতে শাহদাৎ বরনকারী সালাম, জব্বার, রফিক, বরকত প্রমাণ করে গেছে বাঙালি কোনদিনও অন্যায়ের কাছে মাথানত করতে জানেনা। ৫২’র ধারাবাহিকতায় ৭১-এ এদেশ স্বাধীন হয়। একটি বট গাছের ছোট্ট একটি বীজের ছিল ৫২’র ভাষা আন্দোলন যা ৭১ সালে এক বিরাট বটবৃে press clab.1পরিণত হয়।

২০ ফেব্র“য়ারী শুক্রবার সকাল ১১টায় প্রেসকাব ভবনে দিনাজপুর প্রেসকাব ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং ৫৭৯) আয়োজিত একুশের যৌথ আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।

দিনাজপুর প্রেসকাবের সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহীন হোসেন’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসকাবের সাবেক সভাপতি মিজানুর রহমান লুলু, সাধারন সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তাজউল সামস প্রিন্স, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সহ-সভাপতি নুরুল হুদা দুলাল, বাংলাদেশ press clab.2ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এমদাদুল হক মিলন, রেজাউল করিম রঞ্জু, দিনাজপুর প্রেসকাবের দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ আলী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েল, দৈনিক আজকের প্রতিভার বার্তা সম্পাদক আকরাম হোসাইন বাবলু, এনটিভি দিনাজপুর প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক তিস্তার ইউনিট চীফ মুহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক মোঃ রেজাউল করিম, মানব কন্ঠের দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ, সাংবাদিক হারুন-উর-রশিদ, ফজিবর রহমান বাবু প্রমুখ।press clab.3

Spread the love