শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর বিশ্ব রোগী নিরাপত্তা দিবসে র‌্যালী ও আলোচনা সভায় ডাঃ আহাদ আলী

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলী বলেছেন, রোগীদের প্রতি আন্তরিকতা ও সতর্কতার সাথে সেবা ও নিরাপত্তা দেয়াই আমাদের নৈতিক কর্তব্য। একজন রোগীর নিরাপত্তা জোন হলো হাসপাতাল। বিশ্ব স্বাস্থ্যের জন্য রোগী নিরাপত্তা প্রদান করা যথেষ্ট গুরুত্ব বহন করে। এরজন্য প্রয়োজন ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা। বিশেষ করে তাদের সচেতন হতে হবে। রোগীর সাথে আন্তরিকভাবে ধর্য্য সহকারে তাদের সমস্যার কথা শোনা।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল দিনাজপুর এর আয়োজনে এবারের প্রতিপাদ্য বিষয় “রোগীর নিরাপত্তার জন্য কথা বলতে হবে”-কে সামনে রেখে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় তিনি সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। সকাল ১০টায় দিনাজপুর জেনারেল হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলী ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ রইছ উদ্দীন আহম্মেদ। সকাল ১১টায় জেনারেল হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভায় ডাঃ আহাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। আলোচ্চক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ রইছ উদ্দীন আহম্মেদ, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ ওয়াহেদুল হক, অর্থপেডিক কনসালটেন্ট ডাঃ খতিব শফিউর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডাঃ শাহাদাৎ হোসেন সাগর। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসী বেগম ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ তৌহিদুল ইসলাম।

Spread the love