বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর মনিমেলার উদ্যোগে নবান্ন উৎসব অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন মনিমেলার উদ্যোগে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়।

ঋতুর পরিক্রমায় হাজার বছর ধরে আবহমান বাংলার ঘরে ঘরে আনন্দ বয়ে নিয়ে আসে নতুন ফসল। গ্রাম বাংলার এ সময়ে আনন্দঘন পরিবেশে অগ্রায়নে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এই ঐতিহ্য কে তুলে ধরতে এ বছর দিনাজপুরের সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন মনিমেলার উদ্যোগে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার দিনাজপুর সঙ্গীত কলেজ প্রাঙ্গণে নবান্ন উৎসব উদ্যাপন উপলক্ষে শিশু শিল্পীদের গান, আবৃত্তি, নৃত্য, অভিনয়, তাৎক্ষণিক চিত্রাংকন ও কাগজ কেটে ঘুড়ি এবং নকসা্ তৈরী, বিভিন্ন প্রকার খেলাধূলা অনুষ্ঠিত হয়। শেষে নবান্ন যোগের মাধ্যমে নবান্ন উৎসবের সমাপ্তি হয়।

নবান্ন উৎসব উদ্বোধন করেন মনিমেলার সভাপতি এ কে এম রেজাউর রহমান রেজু। উৎসব পরিচালনা করেন মনিমেলার সাধারণ সম্পাদক নুরুল মতিন সৈকত।

Spread the love