মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর মেডিকেল কলেজে এক্সপেরিয়েন্স সেয়ারিং সেমিনার অনুষ্ঠিত

জিন্নাত হোসেন : দিনাজপুর মেডিকেল কলেজে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি আয়োজিত প্রেফেশনাল এক্সপেরিয়েন্স শেয়ারীং অন অস্টেওপরসিস এন্ড মাসকুলো সেলেটাল ইনফেকশন : মাইথ এন্ড মালাডাইস ইন মেডিসিন (Professional Experience Sharing on Osteoporosis and Musculo-skeletal infection : Myths & Maladies in Medicine) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাঃ কাজী শহিদুল আলম। গতকাল দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি আয়োজিত প্রেফেশনাল এক্সপেরিয়েন্স শেয়ারীং অন অস্টেওপরসিস এন্ড মাসকুলো সেলেটাল ইনফেকশন : মাইথ এন্ড মালাডাইস ইন মেডিসিন (Professional Experience Sharing on Osteoporosis and Musculo-skeletal infection : Myths & Maladies in Medicine) বিষয়ক সেমিনার দেশের খ্যাতনামা ঔষধ প্রস্ত্ততকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ এর সৌজন্যে দিনাজপুর মেডিকেল কলেজ-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সেমিনারটিতে বিভিন্ন পর্যায়ের ৩৫০ জন ডাক্তারের উপস্থিতিতে প্রেজেন্টেশন করেন ভারতের কলকাতা রিহ্যাবিলেশন সেন্টার ফর চিলড্রেন এর চেয়ারম্যান ডাঃ প্রত্যুষ চ্যাটার্জি।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ আমজাদ হোসেন, দিনাজপুর মেডিকেল কলেজের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক ডাঃ গোপীনাথ বসাক।

উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ এর ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী নূরুল হক। সভায় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ এর উপাধ্যক্ষ ডাঃ কান্তা রায় রিমি, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সহকারী পরিচালক, দিনাজপুর সিভিল সার্জন।

Spread the love