শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর মেডিকেল কলেজে নতুন কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপ মুখোমুখি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করায় ক্যাম্পাসে দুটি গ্রুপ সশস্ত্র ভাবে মুখোমুখি অবস্থান নিয়েছে।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা থেকে এই উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটি ভেঙ্গে জেলা কমিটি মুজাহিদুল হাসান কে সভাপতি ও কৌশিককে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষনা দেয়। এনিয়ে ছাত্রলীগের একটি অংশ ক্ষিপ্ত হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে । পাল্টা মিছিলের আয়োজন করে নবনির্বাচিতরা। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা ক্যাম্পাসের দুই দিকে সশস্ত্র অবস্থান নিয়ে একে অপরের বিরুদ্ধে শ্লোগান দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয়।

এ ব্যাপারে জানতে দিনাজপুর জেলা ছাত্রলীগের আহবায়ক পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

তবে জেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম মিথুন জানায়, বর্তমান পরিস্থিতিতে নতুন-পুরাতন উভয় কমিটি স্থগিত করা হয়েছে।

 

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন ক্যাম্পাসে উত্তেজনার বিষয়টি নিশ্চিত করে জানান, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Spread the love