শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর যুব মহিলা লীগের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জিন্নাত হোসেন ॥ দিনাজপুর যুব মহিলা লীগের উদ্যোগে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষ্যে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি ছবি সিনহা সভাপতির বক্তব্যে বলেন, এদেশে বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীনভাবে স্বাধীন দেশে বাংলা ভাষায় কথা বলতে পারছি। এর যাত্রা শুরু হয়েছিল সেই ৫২’র ২১শে ফেব্রুয়ারীতে। যদি সেদিন এর যাত্রা শুরু না হতো তাহলে আমরা বাংলাদেশ পেতাম না। তবে শুধু ২১ ফেব্রুয়ারী এক দিনের চর্চা হওয়া উচিৎ না। একদিনের জন্য আমরা একুশের চেতনায় বাংলাদেশী হয়ে উঠব, এমনটা হওয়া ঠিক নয়। একুশের চেতনা সারা বছর জুড়েই আমাদের হৃদয়ে থাকা উচিৎ। আমাদের পরবর্তী প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।  সাধারন সম্পাদক মাসুদা বেগম মুক্তার পরিচালনায় আলোচা সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক তাজমুন নাহার ছন্দাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Spread the love