শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর রাকাব অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সভায় রংপুরের মহাব্যবস্থাপক

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ বদিউজ্জামান প্রধান বলেছেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের যে সুনাম ও ঐতিহ্য রয়েছে তা শাখা ব্যবস্থাপকদের ধরে রাখতে হবে। রাকাব আমাদের অনেক কিছু দিয়েছে এখন ব্যাংকে আমাদের অনেক কিছু দেওয়ার সময় এসেছে। আসুন সবাই মিলে গ্রাহক সেবার মান বৃদ্ধির লক্ষে আন্তরিকতার সাথে কাজ করি।

২১ সেপ্টেম্বর শনিবার রাকাব লিলি মোড়স্থ দিনাজপুর শাখা কার্যালয় অফিসার্স এসোসিয়েশন দিনাজপুর জোন (উত্তর) এর সাধারণ সভা-২০১৯’র উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। রাকাব অফিসার্স এসোসিয়েশন (উত্তর জোন) এর সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিতি হিসেবে বক্তব্য রাখেন রাকাব দিনাজপুর জোন (উত্তর) এর জোনাল ব্যবস্থাপক মোঃ নুরুল ইসলাম, জোনাল নিরীক্ষা কর্মকর্তা সুরেশ চন্দ্র রায়, অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি রাজশাহী’র সহ-সভাপতি ও রাকাব দিনাজপুর শাখার ব্যবস্থাপক অশিত কুমার সরকার। অনুষ্ঠানে বিদায়ী এজিএম মোঃ হবিবর রহমান ও বিদায়ী এসপিও মোঃ আজিজার রহমানকে সম্মাননা প্রদান করা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাকাব মঙ্গলপুর শাখা ব্যবস্থাপক মোঃ মোমিনুল ইসলাম। সভা শেষে উপস্থিত সদস্যরা কন্ঠ ভোটের মাধ্যমে অশিত কুমার সরকার কে সভাপতি ও আল ইমরান খানকে সাধারণ সম্পাদক সহ ২৫ সদস্য বিশিস্ট একটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে ৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠিত হয়।

Spread the love