শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর শহরের উত্তর শেখপুরায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

এম.আর. মিজান ॥ দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও আগামী দিনাজপুর পৌরসভা নির্বাচনে মেয়র দোয়াপ্রার্থী আখতারুজ্জামান জুয়েল বলেছেন, যুব সমাজকে জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করতে হবে। তাদের পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ দেয়া উচিত না। তিনি বলেন আমি এবার পৌরবাসীর আশীর্বাদ নিয়ে মেয়র পদে দোয়া প্রার্থী। দল থেকে যদি মনোনয়ন পাই, তাহলে এবার আমি মেয়র পদে নির্বাচন করবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় দিনাজপুরবাসীর পাশে থাকতে পারি। ২৭ নভেম্বর শুক্রবার রাতে শহরের উত্তর শেখপুরা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২০ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অত্র এলাকার কাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে ৮নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আকবর হোসেন অরেঞ্জ বলেন, অতিরিক্ত চাপে লেখাপড়া নিয়ে ছেলে মেয়েদের মধ্যে যেন ভীতি তৈরি না হয় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের নজর দিতে হবে। তিনি যুবক সমাজের উদ্দেশ্যে বলেন,  ছেলেদের খেলার জন্য একটি মাঠের প্রয়োজন। আমি আবার কাউন্সিলর নির্বাচিত হলে এই এলাকায় খেলার মাঠ তৈরি করে দেবো। বর্তমান ৮নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ও অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Spread the love