শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর শহরে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান’র অভিযান

UNO Dinajমোঃ ইউসুফ আলী : দিনাজপুর শহরে সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুর রহমান গোপন ফরমালিন অভিযান চালিয়েছে।

১৭ জুলাই বৃহস্পতিবার দিনাজপুর শহরের বাহাদুরবাজারস্থ এন এ মার্কেটের ৩৫টি ফলমুলের দোকানে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান হঠাৎ গোপন ফরমালিন অভিযান চালিয়ে ৫টি দোকানের খেজুর ফলে বিষাক্ত ফরমালিন শনাক্ত করেন। শনাক্তকারী খেজুরগুলি পিষ্ট করে বিনষ্ট করা হয়। এ ব্যাপারে নির্বাহী অফিসার ফলমুল ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসলে ব্যবসায়ীরা আর কখনও ফরমালিনযুক্ত ফলমুল বিক্রি করবে না বলে ওয়াদা করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান গোপন অভিযানের ব্যাপারে প্রতিবেদককে জানান, জনগণের স্বার্থে ও ব্যবসায়ীদের ফরমালিনযুক্ত

ফলমুল বিক্রির বিরুদ্ধে গোপন ফরমালিন অভিযান অব্যাহত থাকবে। তিনি এ অভিযান সফল করার লক্ষ্যে সাধারণ জনগনকে এগিয়ে আসার আহবান জানান। অভিযান চলাকালীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক আব্দুল জববার, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশীদ, জেলা অফিসের মৎস্য জরিপ কর্মকর্তা মো. ফয়জার রহমান ও ব্যাংক এশিয়ার সহকারী ভাইস প্রেসিডেন্ট এবং দিনাজপুর শাখা প্রধান মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

 

Spread the love