শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষাবোর্ডের জেএসসি গণিত পরীক্ষায় অনুপস্থিত ৩৯৬৩ জন

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) গণিত পরীক্ষায় ৩৯৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল জানান, বৃহস্পতিবার (৮ নভেম্বর) জেএসসির গণিত পরীক্ষা অনষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় ২ লাখ ৪৫ হাজার ৩৭৫ পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৪১ হাজার ৪১২ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ৩ হাজার ৯৬৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৬২ ভাগ ।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ৫৫৭ জন, গাইবান্ধা জেলায় ৪৪৮, নীলফামারীতে ৩২৬, কুড়িগ্রামে ৪৬৭, লালমনিরহাটে ৩৮৩, দিনাজপুরে ৭৭২, ঠাকুরগাঁয়ে ৬১১ ও পঞ্চগড় জেলায় ৩৯৯ জন।

উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত এই শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ২৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষার্থী ২৮৪ কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

Spread the love