শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষার দ্বিতীয় ও তৃতীয় দিন বহিষ্কার ২। অনুপস্থিত ৩০৯৬

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষার দ্বিতীয় ও তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দু’দিনে অনুপস্থিত ছিল ৩ হাজার ৯৬ পরীক্ষার্থী।

দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক খ. ম. রফিকুল ইসলাম জানান, শুক্রবার জেএসসি পরীক্ষার দ্বিতীয় দিন বাংলা প্রথমপত্রে দিনাজপুর জেলার বিরল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রুবিনা আক্তার নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ১ লাখ ৬৫ হাজার ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৫২৬ উপস্থিত এবং ১ হাজার ৫৩১ জন অনুপস্থিত ছিল।

অপর দিকে শনিবার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে গাইবান্ধা জেলা পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাপ্পি মিয়া নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার হরা হয়েছে। শনিবার ১ লাখ ৬৫ হাজার ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৪৭৪ উপস্থিত এবং ১ হাজার ৫৬৫ জন অনুপস্থিত ছিল।

দিনাজপুর শিক্ষাবোর্ডের নিজস্ব ব্যবস্থাপনায় ৬টি ভিজিলেন্স টিম রংপুর বিভাগের ৮টি জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। এছাড়া ৮টি জেলা প্রশাসকদের নিয়ন্ত্রনে ভিজিলেন্স টিম দায়িত্ব পালন করেছে।

Spread the love