শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে নিরা স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মত বিনিময়

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ “আমাদের স্বপ্ন মেধাবী বাংলাদেশ গড়ার” এই শ্লোগানকে সামনে রেখে নিরা ভিশন স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক এর সাথে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মত বিনিময় করেন। দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নে গোপালগঞ্জ হাট সংলগ্ন ডিজিটাল শিক্ষা পদ্ধতির আওতায় গড়ে উঠা বেসরকারি সরকারি প্রতিষ্ঠান নিরা ভিশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম.কে সোহেল রানার নেতৃত্বে স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন নির্মিত দিনাজপুর শিক্ষা বোর্ডে গিয়ে ফুল দিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক এর সাথে মত বিনিময় করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যক্ষ একেএম সুরুজ্জামান হক। নিরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম.কে সোহেল রানা তার স্কুলের চলমান কার্যক্রম তুলে ধরে জানান যে, তাদের স্কুলটি ডিজিটাল পদ্ধতিতে চলছে। আমরা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে মেধাবী করে গড়ে তুলার চেষ্টা করছি। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক তাদের স্কুল এন্ড কলেজের প্রতি সহযোগিতা আশ্বাস প্রদান করেন।

Spread the love