শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষা শুরু। এবার পরীক্ষার্থী বেড়েছে

দিনাজপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। এবারের আগের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

দিনাজপুরে শিক্ষাবোর্ডের আওতায় রংপুর বিভাগের ৮টি জেলা থেকে চলতি পরীক্ষায় এবার অংশ নিয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৮২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৮৩ হাজার ৭৮৭ জন ছাত্র এবং ৯১ হাজার ৬৯৫ জন ছাত্রী। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ৮ হাজার ৮২ জন।

অন্যদিকে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২ হাজার ৯ জন। গতবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ৪৭৩ জন।

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগে দিনাজপুর, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়সহ ৮টি জেলার ৩ হাজার ৪০টি বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা ২২৯টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহন করেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে নির্ধারিত ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা। সুষ্ঠু ও শানিতপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে সময় মত তাদের সমত্মানরা পরীক্ষা দিতে পারবে কি না এ ব্যাপারে অনেক অভিভাবকের আশংকায় রয়েছেন।

Spread the love