শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষা বোর্ডে ২৬০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু

দিনাজপুর প্রতিনিধি ॥ আজ বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে এক লাখ ৮৬ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ৯৫ হাজার ৮৩৬ এবং ছাত্রীর সংখ্যা ৯১ হাজার ২৪ জন।
এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬২ জন এবং অনিয়মিত শিক্ষার্থী রয়েছে ২২ হাজার ৪৭৩ জন। এছাড়া জিপিএ-উন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ৩২৫ জন।
এই বোর্ডের অধিনে ২৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রংপুর বিভাগের ৮ জেলার ২ হাজার ৬১৫টি বিদ্যালয় থেকে এসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
পুর্ব ঘোষনা অনুযায়ী পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। বিভিন্ন কারনে কিছু ব্যাত্যয় ঘটলেও সকলেই পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পায়।
পরীক্ষা শুরুর পর পরই দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বক্কর সিদ্দিক এবং জেলা প্রশাসক মীর খায়রুল আলম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

Spread the love