শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর শিল্পকলা একাডেমীতে সম্পন্ন হলো চলচ্চিত্র উৎসব

দিনাজপুর প্রতিনিধি : ‘‘চলচিত্রই পারে জঙ্গীবাদ ও সামাজিক কূপমন্ডূকতা রুখতে’’ এই শে­াগানকে সামনে রেখে দেশপ্রেম ও অর্থনৈতিক উন্নয়নের শপথ নিয়ে দিনাজপুরে শেষ হয়েছে ৩ দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব।

গতকাল  বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে চলা ৩ দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার রহুল আমিন।  দিনাজপুর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আহসানুল হক চৌধুরী,দিনাজপুর,প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন জেলা কালচারাল অফিসার আসাফ উদ দৌলা জুয়েল।

সভায় বক্তব্যরা বলেন, সারাদেশেই এই চলচ্চিত্র উৎসবের আয়োজন  করা হয়েছে বর্তমান প্রজন্মের নিকট মহান মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ভিত্তিক পূর্ণদৈঘ্য চলচ্চিত্র, প্রামান্য চলচ্চিত্রের পাশপাশী বিষয় ভিত্তিক চলচ্চিত্র  প্রদর্শন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ার মাধ্যমে জ্ঞান ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে।

Spread the love