শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে জাপা প্রার্থী নওশাদ ফরহাদ

এম.আর. মিজানঃ দিনাজপুর জেলার জাতীয় পার্টির প্রচার সম্পাদক একেএম নওশাদ ফরহাদ দিনাজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দিনাজপুর জেলা জাতীয় পার্টির এক বৈঠকে এ মনোনয়ন চুড়ান্ত করা হয়। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার কালিতলাস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত ওই মনোনয়ন চুড়ান্তকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মীর তৌহিদুল ইসলাম স্বপন। সভায় প্রধান বক্তা ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল। এছাড়াও অন্যান্যদের মধ্যে সভায় যোগ দেন, কেন্দ্রীয় সদস্য এ্যাড. সুধীর চন্দ্র শীল, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা ও দিনাজপুর পৌর কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, যুব সংহতির সদস্য সচিব নাসিম খান পিরু, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আনিসুজ্জামান মিলন, জাপা নেতা লাইসুর রহমান লাবলু, বীরগঞ্জ উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিলন, আজিম উদ্দীন, আজাদ বাবু, এহিয়া হোসেন, মনিরুল ইসলাম মনির, চন্দন, আব্দুল্লাহ, মজিবর রহমান, আব্দুল জলিল, সিরাজ উদ্দীন, সুবল চন্দ্র, বুল্লা প্রমুখ। সভায় প্রধান বক্তা আহমেদ শফি রুবেল বলেন, জাতীয় পার্টির পল্লীবন্ধু এরশাদের আদর্শে গড়া একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন। শুধু তাই নয় এটি একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক দল। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালা বদলে বিশ্বাসী একটি আস্থাশীল পার্টি। আসন্ন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। দিনাজপুর মাটি ও মানুষের সাথে জাতীয় পার্টির নিবিড় সম্পর্ক রয়েছে। তাই আমরা আশাবাদী এ নির্বাচনে আমাদের বিজয় অবশ্যম্ভাবী। পল্লীবন্ধু এরশাদের আদর্শ নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে একেএম নওশাদ ফরহাদের জন্য ভোট প্রার্থনা করবো। তাকে বিজয়ী করার মধ্য দিয়ে আমরা জাতীয় পার্টিকে বিজয়ী করে আনবো।

Spread the love