বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র‌্যালি ও লিফলেট বিতরণ

মো: ইউসুফ আলী ॥ দিনাজপুর সরকারি কলেজের উদ্দ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচীর অংশ হিসেবে র‌্যালি ও ছাত্র-ছাত্রীসহ সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ ক্যাম্পাসে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল বাছেদ মন্ডল এর সভাপতিত্তে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ দাইমুল ইসলাম, গণিত ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মনসুর রহমান, প্রফেসর মোঃ আব্দুস সালাম আজাদ প্রমুখ। র‌্যালিতে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কমৃচারীবৃন্দ অংশ গ্রহণ করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল বাছেদ মন্ডল বলেন, আমাদের কলেজ ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গড়ে তোলার জন্য সকলকে সহযোগীতা করতে হবে। সকলেই মিলে আমাদের এই ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এডিস মশার বংশ বিস্তারকে নিমূর্ল করে ডেঙ্গু রোগকে বিতারিত করতে হবে।

Spread the love